Pen Drive Bootable করার নিয়ম সাথে ZoRin OS Install না দিয়ে লাইভ চালানোর নিয়ম

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম যেভাবে  Zorin OS এর মত যে কোন লিনাক্স পেনড্রাইভ থেকে লাইভ চালাবেন ইন্সট্রল না করে তার সম্পূর্ন টিউটোরিয়াল নিয়ে ।


প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ।


ডাউনলোড হয়ে গেলে ইন্সট্রল করে ফেলুন তাহলে নিচের মত আসবে ।

এবার আপনার ডাউনলোড করা Zorin OS এর ISO ফাইলটি নির্ধারন করতে হবে ।

যদি আপনার কাছে ISO ফাইলটি না থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এবার আপনার Rufus সফটওয়্যার টিতে চলে যান ।

উপরের ছবিটিতে দেখানো অপশন এ ক্লিক করুন ।


আপনার পিসি থেকে Zorin OS এর Iso ফাইল দেখিয়ে দিন ।

উপরে দেখানো মতো পেনড্রাইভ নির্ধারন করুন এবং Start বাটনে ক্লিক করুন ।
কিছুক্ষন অপেক্ষা করুন যতক্ষন না বুটেবল পেনড্রাইভটির ফাইল প্রসেসিং শেষ না হয় ।
বুটেবল পেনড্রাইভটি তৈরী হয়ে গেলে Close বাটনে ক্লিক করুন ।
এবার আপনার পেনড্রাইভ টি তৈরী লাইভ চালানো অথবা ইন্সট্রল করার জন্য ।
এখন আপনার কম্পিউটার Restart এ ক্লিক করুন ।
আপনার Bios অনুযায়ী বুট মেনুতে প্রবেশ করুন। যেমন ধরুন F12 , F10
এবার বুট মেনু থেকে পেনড্রাইভ নির্ধারন করে দিন ।

উপরের মত আসলে Linux Distribution নির্ধারন করুন ।
[বিঃদ্রঃ অনেকের উপরের মত আসবেনা ডাইরেক্ট ইন্সট্রল প্রসেস এ নিয়ে যাবে চিন্তার কিছু নাই ]

উপরের মত আসলে Zorin OS নির্ধারন করে দিন।

যারা লাইভ পেনড্রাইভ থেকে চালাতে চান তারা Try Zorin Os Without Install নির্ধারন করুন ।
[বিঃদ্রঃ যারা লাইভ চালাবেন তাদের জন্য এখানেই শেষ আপনি ঠিক একইভাবে যে কোন লিনাক্স ডিস্ট্রো চালাতে পারবেন আপনার পেনড্রাইভ থেকে ইন্সট্রল না করে । যেমনঃ Kali , Red Hat , Slax , Ubuntu , Mint , DSL ,Gnome etc.]

উপরের মত আসবে আপনারা অপেক্ষা করুন দেখবেন চালু হয়ে গেছে ।
তাহলে আর কি কোন রকম সমস্যা ছাড়া উপভোগ করুন Zorin OS .

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url