আপনার কম্পিউটার কিংবা Android মোবাইলে খেলুন The Island Castway 2

আজ হাজির হলাম  The Island Castway 2 Games নিয়ে যা আপনি মোবাইল কিংবা পিসি থেকে খেলতে পারবেন।




তো চলুন শুরু করা যাক গেমস রিভিউঃ

Awem Studio এর দেওয়া উপহার The Island Castway 2 হচ্ছে The Island Castway Adventure/Simulations ক্যাটাগরীর গেমস এর ২য় সংস্করন।



Video Watch Here


গেমসটির মূল চরিত্রে থাকবে Yeti যে কিনা বসবাস করে জংগলে আদিবাসী দের মাঝে তার মা বাবা আগেই মারা গিয়েছে তারপরও সবার মাঝে বড় হয়ে উঠছে। Yeti দের গ্রামে অপরিচিত লোকজন এর আগমন ঘটে এবং তখন থেকেই মূল গল্প শুরু এবং Yeti তার জীবন কে বদলানোর প্রচেষ্টায় থাকবে।

একটি জাহাজ কোন এক গন্তব্যে যাচ্ছিলো তবে তা আর হয়ে ঊঠেনা এর আগেই হয়ে যায় জাহাজডুবী।
আর জাহাজের লোকজন গুলোর মাঝের কিছু সংখ্যক বেচে যায় এবং তারা Yeti দের গ্রামে আগমন ঘটায়।

আপনার কাজ হবে Yeti কে নিয়ন্ত্রন করে ধাপে ধাপে গেমসটির গল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

আপনাকে বাচার জন্য লড়ে যেতে হবে আপনার কাজ হবে পুরো জংগল এর রহস্য উন্মোচন করা কারন এর পিছে লুকিয়ে রয়েছে ভয়ংকর কোন অতীত।

এখানেই শেষ নয় আপনাকে আম, কলা ,ডাব, কমলা ইত্যাদি ফল সংগ্রহ করতে হবে ঘুরে ঘুরে।
কাঠ,গাছ-গাছালী ও থাকবে এর তালিকায় আরো আছে মনি মুক্তা ঝিনুক।

খুজে বের করতে হবে Map এ থাকা সকল স্থান এবং এর সাথে সাথেই সমাধান করতে হবে অসংখ্য ধাধার।
উত্তর খুজে পেলেই সামনের রাস্তা পরিস্কার দেখতে পারবেন।

শিকার করতে হবে মাছ, কাকড়া, পাখি সহ বন্য প্রানী।
খেলতে খেলতে শিখে ফেলবেন খাবার তৈরীর Recipe.

খোজ করে বের করতে হবে প্রত্যেকের দেওয়া প্রশ্নের উত্তর বানিয়ে খাওয়াতে হবে খাবার, শিখতে হবে ফাদে আটকানোর কৌশল শিকার করতে হবে নিজেকে বাচিয়ে রাখার জন্য।


ক্ষেত - ক্ষামারীও করতে হবে তাই চিন্তা করে দেখেন গেমস টি খেলবেন কিনা?

গুহা থেকে আনতে হবে বিশেষ কিছু জিনিস, শিখতে হবে যাদু , বানাতে হবে Potion সাথে তার ব্যবহার।
সাপ ধরা , পশু ,পাখি ,মাছ ,কাকড়া,ফল, লতা-পাতা,কাঠ ইত্যাদি জিনিস গুলো চাইলে বিক্রী করতে পারবেন।


আর সতর্কতার সাথে খেলবেন নয়তো সাপে কামড় দিবে , বন্যরা গুতানোর জন্য দৌড়াবে কাছে গেলে।
কাকড়া ধরতে সাবধানে এগোবেন, মাছ ধরতে সাবধান নয়তো কেচো খেয়ে ছেড়া জুতো ঝুলিয়ে দিবে আর ভুতের কবলে পড়লে তো শেষ তবে টাইম ট্রাভল এর মজাও নিতে পারবেন জাদু দিয়ে আর সাথে সেফটি তো আছেই।

তবে সব কিছু সহজেই আসবেনা এর জন্য Adventure,  Simulation , Hunting, Mind Challenge গুলো নেওয়ার মত পারদর্শী হতে হবে আপনাকে আর আপনার এই বিশেষ ক্ষমতার জন্য দেওয়া হবে Award.

(দেইখেন ভাই বাস্তবে না Award গেমসেই দিবে)

তবে সবশেষে যখন দ্বীপ থেকে বিদায় নিবেন বুঝবেন গেমস টি খেলা সম্পূর্ণ করেছেন।

আমার কাছে তো Game Over করতে মজা লেগেছে আপনিও কি করতে চান তবে শেষ পর্যন্ত দেখতে থাকুন।


তাহলে এবার দেখে নেওয়া যাক কিছু চিত্রঃ
















এবার ডাউনলোড করার পালাঃ


কম্পিউটার উইন্ডোজ 7 এ টেস্ট করা হয়েছে বাকী গুলোতে নয় তবে চলার সম্ভাবনা রয়েছে সকল উইন্ডোজ সিস্টেমে।

Windows ব্যবহারকারী রা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

PC Download

The island Castway 2

বিজ্ঞাপন আসলে নিচের চিত্র টি দেখুন কি করতে হবে


ডাউনলোড হয়ে গেলে Install করে ফেলুন এবং খেলতে থাকুন।

এবার Android ব্যবহারকারী নিচের লিংক থেকে Apk এবং ডাটা ডাউনলোড করে নিন।


The Island Castway 2 Apk

The Island Castway 2 OBB

Advertise আসলে যা করতে হবে নিচের চিত্র টি দেখুন



ডাউনলোড করা হয়ে গেলে OBB ফাইল Extract করে Android - Obb ফোল্ডারে Paste করুন তারপর Apk ফাইল Install করুন ব্যস কাজ শেষ মজা লুটুন।

আপনি চাইলে Android গেমস টি পিসিতে খেলতে পারবেন একই ফাইল দিয়ে নিচের পোষ্ট টিতে কার্যপদ্ধতি।

Android এর App এবং Games গুলো আপনার পিসি থেকে চালাতে চান তবে ডাউনলোড করে নিন Bluestuck Emulator Offline

জানিনা আপনাদের ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যে: Cyber Prince
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url