Blogspot সহ যে কোন সাইটের জন্য Backlink তৈরী করার উপায় Blogger Course Part 5

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 
Blogger Course Part 5 নিয়ে।
আজকের আলোচ্য বিষয় হলো Backlink তৈরী করা।



যারা আগের পর্ব গুলো দেখেন নি তারা চাইলে নিচের লিংক থেকে ঘুরে আসতে পারেন।

হতে চান নাকি নিজেও একটি ওয়েব সাইটের মালিক তাহলে যোগ দিন Blogger Course টিতে 


Backlinks মুলত দুধরনের হয়ে থাকে
Dofollow এবং Nofollow.

ধরুন আপনি একটি সাইটে Guest হিসাবে পোষ্ট করলেন এবং সেখানে সৌজন্যের খাতিরেই হোক অথবা Download লিংক হিসাবে নিজের সাইটের লিংক ব্যবহার করলেন । 
তখন আপনার লেখা পোষ্ট হতে ভিজিটর আপনার সাইটের লিংকে প্রবেশ করবে আর সহজ কথায় এটাকেই Backlink তৈরী বলা যায়।

Backlinks এর উপর Rangking টাও কিছুটা নির্ভরশীল । কারণ হলো আপনার সাইটের Visitor যেসব সোর্স থেকে আসছে তা কিন্তু Count করা হয় এবং তা যদি ভালো Rangking এর সাইট হতে আসে তবে আপনার সাইটের ও ভালো Rangking পেতে পারেন। তবে Low Rangking এর সাইটে পোষ্ট করলেও দোষ নেই এর বদৌলতে পেতে পারেন কিছু পরিমান Visitor.

আপনি কোন একটি সাইটের পোষ্টে Visit করছেন সেখানে কমেন্ট করুন আর যদি সম্ভব হয় সাইটের লিংক উল্লেখ করুন এটাও কিন্তু একটা Backlinks তৈরী।

তবে মনে রাখবেন সকল সাইটে কিন্তু আপনার সাইটের লিংক প্রচার করতে দিবেনা তারা এটাকে Spam কমেন্ট হিসাবে Delete করে দিবে। 

আবার সকল সাইটেই কিন্তু Backlinks কাজ করবেনা কারণ জনপ্রিয় সাইট গুলো কিন্তু তাদের Attributes Nofollow করে রাখে। তাই আপনাকে খুজে বের করতে হবে Dofollow attributes Tag ব্যবহার করা সাইট গুলো।


DoFollow: 

মূলত Dofollow লিংকগুলো Index করা হয় তাই এই ধরনের Backlinks গুলোর গুরুত্ব বেশী হয়ে থাকে।



NoFollow:

আপনি Nofollow সাইট গুলোতে Backlinks তৈরী করতে পারেন তবে তা Index এর আওতাভুক্ত হবে না শুধু কিছু ট্রাফিক পেতে ব্যবহার করতে পারেন আর Rangking এ এধরনের Backlinks কাজে আসবেনা।

তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে Backlinks তৈরী করতে হয়। তবে এছাড়াও আপনি চাইলে টাকা খরচ করে কিছু Company থেকে Backlinks সুবিধা নিতে পারেন তারা আপনার সাইটের জন্য Backlinks তৈরী করে দিবে ব্যস এতটুকুই। তবে আপন যদি পকেট থেকে টাকা খসাতে না চান তবে আমি আপনাদের জন্য ফ্রিতে Backlinks তৈরী করার কৌশল দেখিয়ে দিবো চাইলে পুরো পোষ্টটি পড়ে বুঝে নিতে পারেন।


চলুন পরিচয় করিয়ে দেই ফ্রি তে Backlinks তৈরী করার কিছু সাইটের সাথে:

















আপনি চাইলে উপরের উল্লেখিত সাইটগুলোতে গিয়ে আপনার সাইটের লিংক দিয়ে সাবমিট করে ফ্রি তে Backlinks তৈরী করতে পারবেন একটা দুটো নয় অসংখ্য।

তাহলে আরম্ভ করে দিন Backlinks তৈরী করা আর নিয়ে আসুন আপনার সাইটকে ভালো Rangking এ .

যদি কোন প্রকার সমস্যা মনে করে থাকেন তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ Cyber Prince ( ফেসবুক)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url