কেমন হবে আমাদের সম্ভাব্য ভবিষ্যৎ?




ভবিষ্যৎ আমাদের প্রতিটা ছোট ছোট পদক্ষেপের সাথে পরিবর্তন শীল তবে বর্তমান বিশ্লেষণ করে সম্ভাব্য ভবিষ্যৎ এর ধারনা পাওয়া যায়। ডক্টর স্ট্রেইনজের মত অনেক একদম নিখুঁত না হলেও কিছুটা আন্দাজ করাই যায়। 

আজ এমনই কিছু সাই ফাই প্রযুক্তি নিয়ে কথা বলছি যেগুলো হয়ত অদুরেই আমদের কাছে মোবাইলের মত সাধারণ প্রযুক্তি হতে যাচ্ছে।

১) ভার্চুয়াল ওয়ার্ল্ডঃ রেডি প্লেয়ার ওয়ান ছবির মত পুরো একটা পৃথিবী না থাকলেও আমাদের বর্তমান পৃথিবীতেই অচিরেই অন্য এক পৃথিবী সৃষ্টি হচ্ছে যা নির্দিষ্ট কিছু ডিভাইসের মাধম্যেই দেখা যাবে। 

Microsoft Hololens এই নিয়েই গবেষনা করছে। ইউটিউবে ভিডিও পাবেন।

২) ডিজিটাল/ভার্চুয়াল কারেন্সিঃ কেমন হয় যদি জানতে পারেন আর আপনাকে পকেটে টাকা নিয়ে ঘুরতে হবে না। চা থেকে চাঁদের ট্রিপ সব যায়গায় একি কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন।

হ্যাঁ এটা সম্ভব করতে কাজ করছে ফেইসবুক, মাস্টারকার্ড, ভিসা সহ ২০+ কোম্পানি। Libra দিয়ে খুজঁলেই অনেক তথ্য পেয়ে যাবেন।

৩) অমর কন্ঠঃ কেমন হয় যদি আপনার খুব প্রিয় মানুষকে সারাজীবন এমনকি আপনার নাতিনাতনিদের সাথেও কথা বলতে রেখে রেখে যেতে পারেন।

কিছুদিন আগে স্যামসাং টেক্সট টু স্পিসের মাধ্যমে একজন রোগীর যে আর কথা বলতে পারবে না তার কন্ঠ তার ফ্যামিলির মোবাইলের এ-আই এসিস্ট্যান্টের ভাষা হিসাবে সেট করে। মানে মোবাইলটি সেই রোগীর গলায় কথা বলতে পারে।

হয়ত একসময় Artificial intelligence আমাদের ডিভাইসে আমাদের সাথে সব সময় থেকে আমাদের আমাদের মতই বিকাশিত হতে থাকবে আমাদের সিধান্ত লক্ষ করে হয়ে যাবে আমাদের মতই আর আমাদের অবর্তমানে পরামর্শ দিবে আমাদের পরবর্তী প্রজন্মকে ঠিক যেমন ভাবে আমরা থাকলে দিতাম।

ক্রেডিটঃ Minhaj Udiin Majumder
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url