পৃথিবীতে তো বৃষ্টি হয় বাকী গ্রহ গুলোতে কিন্তু তা ভিন্ন আসুন জেনে নেই



ধরুন কোনো এক মেঘলা দিনে আপনি জানালার পাশে বসে আছেন । এমন সময় হঠাৎ আকাশ থেকে হীরার বৃষ্টি শুরু হলো । শুনেই ভাল লাগছে , তাই তো ? 
এমন দৃশ্য আমাদের এই পৃথিবীতে সম্ভব না হলেও অহরহ ঘটে চলেছে শনি আর বৃহস্পতি গ্রহে । এই দুই গ্রহে তাপ আর চাপ এতো বেশি যে - এদের বায়ুমণ্ডলে থাকা কার্বন রুপ নেয় হীরায় । সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা । এই হীরা আমাদের পৃথিবীর হীরার তুলনায় অনেক বেশি শক্ত আর উজ্জ্বল । কিন্তু সৃষ্টি হওয়ার পর যখন তা নিচে ভূপৃষ্ঠের দিকে নামতে থাকে ততই তা সম্মুখিন হয় নানা গ্যাসের , যার কারনে তা গলে যায় এবং পরিণত হয় গলিত হীরায় । 
শুধু কি হীরারই বৃষ্টি সম্ভব ? না , গবেষকরা এমন একটি গ্রহ পেয়েছে যেখানে নাকি কাচের বৃষ্টি হয় । এইচডি ১৮৯৭৩৩বি নামের নীল বর্ণের এই গ্রহ পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত । 
আবার আমাদের সৌরজগতের শুক্র গ্রহেই হয় সালফিউরিক এসিডের বৃষ্টি । টাইটান গ্রহে নাকি মিথেন গ্যাসের বৃষ্টি হয় !
আরো কতো নতুন নতুন বৃষ্টি যে বের হবে......

সৌজন্যেঃ Rafi
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url