সময় আসলে কী? সময়ের এর কিছু বৈশিষ্ট্য
সময়(TIME) নিয়ে আমার পড়া বেশকিছু বিখ্যাত বই থেকে সময় সম্পর্কে বিশদ ধারণা কে অতিসংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি।আশাকরছি ভালো লাগবে।
Time(সময়) এর কিছু বৈশিষ্ট্যঃ
→| সময় কখনোই ঘড়ির উপর নির্ভর করেনা।ঘড়ি থেমে থাকলেও সময়ের তীর কখনোই থেমে থাকেনা কারণ সময় প্রবাহ কারো জন্য অপেক্ষা করে না।
→| সময়প্রবাহের দিক বা তীর ব্যাক্তি ও স্থান নিরপেক্ষ হলেও সময় প্রবাহের হার অনেককিছু দ্বারা প্রভাবিত হয় বিধায় তা ব্যাক্তি ও স্থান নিরপেক্ষ নয়।
→| অন্যসকল রাশির সাথে সময়ের মূল পাথ্যক্য হল সময় ভৌত রাশি হওয়ার পরেও কেবল মস্তিষ্কের মাধ্যমেই একে অনুধাবন করা যায়।
→| গতি ছাড়া সময়ের প্রবাহ পরিমাপ করার কোন উপায় নেই।কিছু পরিচিত ফর্মুলা লক্ষ করুণ-
t=s/v
t=2u/g
t=(v-u)/a
T=2π/omega
T=2u(sin alpha)/g
লক্ষ্য করুন এখানে s,u,v,g,omega সবগুলো গতির সাথে সম্পৃক্ত তাই বলা হয়ে থাকে গতির পরিমাপই সময়।
→| যখন কিছুই ছিলনা তখন সময় ছিল এবং যখন কিছুই থাকবেনা তখনো সময় থাকবে!
→| সময় ধ্রুব গতিতে চলেনা।
→| সময় কোন প্রতিসাম্যতা মানে না-Asymmetric
→| সময় যদি কখনো কোন Loop এ আটকে যায় তাও সময় প্রবাহিত হবে কিন্তু তখন সময় প্রবাহের হার এমনকি দিকও পরিবর্তন হয়ে যেতে পারে।উদাহরণ হিসেবে Black Hole কে বলা যায় কারণ "Black Hole is a link to another Universe(Fecund Universe)and other extra dimensions where Arrow Of Time is much more different than our Universe!"
সময় Asymmetric হলেও স্থানের সাথে সময় যুক্ত হয়ে 4D Symmetric Structure সৃষ্টি করতে পারে ফলে স্থানের বক্রতার সাথে সময় ও বেকে যায়।
→| প্রত্যেক প্রাণীর সময় প্রবাহের হার ভিন্ন ভিন্ন।প্রাণীর ক্ষেত্রে সময়প্রবাহের হার মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে-
১.শারীরিক ওজন। ২.বিপাকের হার
কোন প্রাণীর W(Weight) যত কম হবে এবং Rom(Rate of Matabolism) যত দ্রুত হবে তার সময় প্রবাহ তত ধীর হবে(Biological Clock) কিন্ত সকল প্রাণী তা বুঝতে পারবেনা কারণ সকল প্রাণীর সময় নিয়ে চিন্তা করার ক্ষমতা নেই! এর জন্য মস্তিষ্কের গঠন উন্নত হতে হয়(মানুষের মত)।
কুকুরের কথায় ভাবুন,কুকুরেরে সময়প্রবাহ মানুষের চেয়ে ২৫% ধীর কিন্তু বেচারা কুকুর তা বুঝতেই পারে না।
1 year of Dog=7 year of Human
→| ইঁদুর ৩০ সেকেন্ড এবং বানর ৯০ সেকেন্ড এর বেশি ভবিষ্যৎ জীবন নিয়ে ভাবতেই পারে না আর আমরা মানুষরা Star Treak,Star War,Fate Of The Universe আরো কত কিছুইনা ভাবতে পারি যার একমাত্র কারণ আমাদের উন্নত মস্তিষ্ক এবং Einstein,SW Hawking,Smolin এর মতো কিছু Super Brain.
Credit: Falak Al Myine