কি মঙ্গল গ্রহে আপনার নাম পাঠাতে চান তাহলে দেখে নিন বিস্তারিত


মঙ্গল গ্রহে পা রাখার সাধ্য সবার না থাকতে পারে কিন্তু নিজের নামটা অন্তত মঙ্গল গ্রহে যাবে,এটা ভাবতেই মন উতলা হয়ে উঠে,NASA তোমাকে এই সুযোগ দিচ্ছে,২০২০ সালের Mars Mission এ Rover এর সাথে একটি ছোট্ট চিপে আগ্রহী সবার নাম পাঠানো হবে মঙ্গল গ্রহে!!!
আপনার নাম মঙ্গল গ্রহে পাঠাতে Nasa এর ফর্ম পূরন করুন

"Mars 2020 rover" এটা এক বছর মেয়াদি একটা Astrobiological Mission যেখানে অধিক গুরুত্ব দেওয়া হবে মঙ্গল গ্রহের আদিম অবস্থা,ভৌগোলিক ইতিহাস,প্রাণের সন্ধান,অতীতে প্রাণের বিলুপ্তির কারণ এবং মানুষের বসবাসের উপযোগীতা পর্যবেক্ষণের উপর।

২০২০ এর ১৭ই জুলাই Atlas V-541 রকেটে করে এটা মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং আনুমানিক ২০২১ এর ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলের  Jezero crater নামক স্থানে অবতরণ করবে যা একসময় সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত ছিলো,তাই এই স্থানটিতেই মাটি,পাথরের উপর গবেষণা চালাবে JPL,NASA.

Rover টিতে সংযুক্ত করা হয়েছে অনেক ধরনের যন্ত্রপাতি,যেমনঃ- PIXL,RIMFEX,MEDA,MOXIE,SHERLOC এবং ২৩ টি অত্যাধুনিক ক্যামেরা সহ ১.৮ কেজি ওজনের একটা  ড্রোনও থাকবে যেটা মঙ্গলের বায়ুমন্ডলের উপর গবেষণা চালাবে।

Mars 2020 rover এর আরেকটা কাজ হচ্ছে এটা মঙ্গল গ্রহ থেকে অনেকধরনের নমুনা সংগ্রহ করবে এবং NASA পরবর্তী যেকোন Manned Mission এর আগে মঙ্গলের বুক থেকে তা পৃথিবীতে ফিরিয়ে আনবে এবং চুলচেরা বিশ্লেষণ চালাবে।

© মাঈন উদ্দিন
    ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url