SkyMap Offline Version মাত্র 2.8 MB রিভিউ - Conan Alex 5

আজ একটি এপ্লিকেশন এর বর্ননা দেব! 


নাম :sky map 
Size:2.8 mb
Developer:Sky Map Devs
 এটা একটি অফলাইন Application. 
কাজ কি এই Application এর!. 

একজন সাইন্স এর স্টুডেন্ট হিসাবে আমাদের সবার আগ্রহ থাকে আকাশ নিয়ে বা মহা শূন্য নিয়ে।  আসুন জানি এই স্কাইম্যাপ এর কাজ কি কি! 

১.এটি আপনাকে সরাসরি এ সময় কোন গ্রহ, উপগ্রহ কিংবা নক্ষত্র  আপনার থেকে কোন দিকে অবস্থান করছে সেটা দেখা বে৷ (যেমন সূর্য আপনার মাথার উপর কোন দিকে আছে,  কিংবা চাঁদ এখন কোথায়,  অথবা আপনি একটা তারার নাম জানতে চান  সেই দিকে সহজেই দেখতে পারবেন) 


২.আপনি যে কোনো গ্রহের নাম সার্চ করতে পারবেন এবং ও নির্দেশ করে দেখাবে সেটার অবস্থান। 

৩. এটাতে একটি গ্যালারি অপশন! 
যেখানে বিভিন্ন গ্রহ,  নক্ষত্র,  নেবুলা,  গ্যালাক্সি এর ছবি দেয়া আছে আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন আপনার থেকে কোন দিকে কার অবস্থান। 

৪.এখানে আছে টাইম ট্রাভেল এর অপশন। 
এখানে ডেট টাইম ইনসার্ট করে আপনি যেতে পারেন অতীত কিংবা ভবিষ্যৎ এর যেকোনো সময়,  যেখানে গিয়ে গ্রহ,  নক্ষত্র,  উপগ্রহ,  গ্যালাক্সি কোথায় ছিল এর সম্ভব্য লোকেশন দেখাবে! (মানে আপনার অবস্থান থেকে কোন দিকে ছিল এটা।) 

৫. এখানে আপনি পাবেন গ্রহ,  নক্ষত্র ,  উপগ্রহ, কিংবা গ্যালাক্সি কে ভ্যানিস করে অন্যটির আর ভালো অবস্থান জানতে। 

৬.ধরুন আপনি চাঁদের লোকেশন দেখলেন পায়ের দিকে আজ এখন,  তো সেটি আপনার x,y,z অক্ষে কোন দিকে অবস্থান করছে তা জানতে পারবেন। 


কি মজার না???

খুব বেশি যে তা না৷ তবে এটি চমৎকার একটি এপ্লিকেশন। 


সৌজন্যেঃ Conan Alex
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url