আপনার শখের Android মোবাইল হারিয়ে গেলে যেভাবে Location Track করে চোর ধরবেন

বর্তমানে Android মোবাইল ব্যবহার করেনা এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। আর এই Android নিয়ে ঝামেলার ও কমতি নেই। তবে সবচেয়ে বড় সমস্যা হলো Android মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যাওয়া আর এতে থাকে আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য যা বাজে হাতে পড়লে সমস্যা হতে পারে তাই না!

আমরা অনেকেই হয়তো জানি কিভাবে হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করতে হয় তবে যারা জানিনা তারা চলুন শুরু করা যাক।

Android মোবাইল হারিয়ে গেলে যেভাবে Location Track করবেন

বর্তমানে যে হারে চুরি, ছিনতাই বাড়ছে তাতে মোবাইল খোয়ানো টাও বেশ আহামরি কিছু নয় এরকম ঘটতেই পারে তবে আমরা কিন্তু চাইলেই আমাদের মোবাইল টি কোথায় ভ্রমন করছে তা জেনে নিতে পারি হয়তো চোর সনাক্ত করায় কাজেও লাগতে পারে।

আরো পড়ুনঃ মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম

আমরা যারা Android ব্যবহারকারী তারা নিশ্চিত Location সার্ভিস সম্পর্কে অবগত আছি আর সাথে ইন্টারনেট তো অবশ্যই ব্যবহার করে থাকেন।

আর সিকিউরিটি তো কম বেশী আছেই তারপরের প্রশ্ন হলো Play Store এর জন্য হলেও তো একটা Gmail Account তৈরী করেছেন আর যদি Gmail Acount দিয়ে লগিন করে থাকেন আপনার মোবাইল টি তবে আসুন আসল কাজ কিভাবে করবো জেনে নেই।

ধরুন আপনার মোবাইল টি Gmail Login করা এবার আপনি জানতে চান আপনার মোবাইল টি কোথায় ভ্রমন করছে তবে আমি আপনাকে তিনটি উপায় জানাতে পারি তাহলে প্রথম উপায় টি জেনে নেওয়া যাক।

Find My Device

Find My device App

প্রথমত আপনার হারিয়ে যাওয়া মোবাইল টিতে যে Gmail Account দিয়ে লগিন করেছিলেন তা অন্য যে কোন ডিভাইস দিয়ে লগিন করুন এবং Find My Device ক্লিক করুন। Confirmation চাইলে Accept করুন।

এখন আপনি যদি একাধিক মোবাইলে লগিন করে থাকেন তবে সে সকল ডিভাইস গুলো দেখাবে আর যদি তা না করে থাকেন তবে উপরের ছবির মত একটি ডিভাইস দেখতে পারবেন।

শুধু তাই নয় ডিভাইসে চার্জ কতটুকু আছে সাথে তার অবস্থান।

Device Charge Check with find my device

  • এখন আপনি চাইলে বর্তমান ডিভাইসে বসে হারিয়ে যাওয়া মোবাইলে রিংটোন বাজাতে পারেন।
  • ২য় আপনি চাইলে আপনার মোবাইলের Lock পরিবর্তন করতে পারবেন।
  • অথবা যা আছে সব কিছু ডিলেট করে দিতে পারবেন

এছাড়াও চোর বাবাজী যদি ভুলেও একবার লোকেশন চালু করে বা কোন ভাবে চালু হয়ে যায় তবে লোকেশন দেখাবে আপনাকে আপনি সেই লোকেশন এর বিন্দুতে ক্লিক করলে চলে যাবেন গুগল মানচিত্রে এবং বিস্তারিত জানতে পারবেন অবস্থান সম্পর্কে এবং পুলিশের সহায়তা নিয়ে চোরকে ধরতে পারবেন তবে অবশ্যই লোকেশন চালু থাকা নিয়ে একটু ঝামেলা রয়েছে তবে আপনি আপনার ডিভাইসের IMEI নাম্বার পুলিশ কে জানানোর মাধ্যমে আপনার মোবাইল টি আরো দ্রুত সনাক্ত করতে পারবেন।

Find Samsung Mobile

আর আপনি যদি Samsung ব্যবহারকারী হয়ে থাকেন তবে নিচের লিংকে গিয়ে লগিন করেও আপনার মোবাইল টি খুজে বের করে ফেলতে পারবেন।

যা প্রায় উপরের Find My Device এর মত অনেকটা তাই বিস্তারিত আবার লিখলাম না আশা করি আপনারা করে ফেলতে পারবেন।

Google Map Link

আপনি চাইলে ধৈর্য সহকারে দেখতে পারেন কোথায় কোথায় যাচ্ছে প্রতিদিন চোর ব্যাটা আপনার মোবাইল নিয়ে তাও আবার গুগল ম্যাপ দিয়ে চলুন বিস্তারিত জেনে নেই।

প্রথমে এই লিংকে চলে যান - Google Map Link

Google Map

আপনি উপরের লিংক অথবা App ব্যবহার করে কাজটি করতে পারবেন সমস্যা নাই। আপনি গুগল ম্যাপ ব্যবহার করে Your Timeline অপশন থেকে জেনে নিতে পারবেন বিনা টিকেটে আপনার শখের Android মোবাইল কোথায় ভ্রমন করছে Monthly বা Weekly. তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url