Search Engine Optimization এর কাজ কি চলুন জেনে নেই

ধরুন আপনি একটি ওয়েব সাইট বানিয়েছেন এবং আপনি তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান তখন আপনি নিশ্চই তা ফেসবুক ,টুইটার ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করে থাকেন আর তখন আপনার শেয়ার করা জিনিসটি যার ভালো লাগে সে এসে ঘুরে যায় আর এতে আপনি কিছু ভিজিটর পান।

আর আপনি যদি SEO করেন তবে আপনার সাইটে থাকা কন্টেন্ট গুলো যদি কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে তবে আপনার সাইট টি সার্চ ইঞ্জিনগুলো তাদের সামনে তুলে ধরবে এতে আপনি পেতে পারেন ভালো পরিমানের ট্রাফিক মানে ভিজিটর।

এবার হয়তো মনে আসতে পারে সার্চ ইঞ্জিন টা আবার কি?


সার্চ ইঞ্জিন সাধারণত Google, Bing, Yahoo, Yandex, Baidu, Ask, DuckDuckGo, Torrent ইত্যাদি কোম্পানী গুলো বলা হয় কারন এখানে আপনি যে প্রশ্ন করবেন তা কোম্পানী গুলোর সার্ভারে সংরক্ষন থাকে এবং আপনার প্রশ্নের ভিত্তিতে ট্যাগ গুলোকে একত্রিত করে ফলাফল প্রকাশ করে ।



এখান মূল বিষয় হলো আমাদের সাইটের কন্টেন্ট যদি সার্চ ইঞ্জিনে সাবমিট না করি তবে সার্চ ইঞ্জিন ও জানবেনা যে আপনার একটি সাইট আছে এবং সেখানে ভালো মানের কন্টেন্ট রয়েছে। যখন আপনি সার্চ ইঞ্জিনে আপনার সাইট সংরক্ষন করবেন তখন সার্চ ইঞ্জিন সাহায্য করবে ভিজিটর দিয়ে আপনার Ranking বাড়াতে এবং যদি Adsence থাকে তবে আয় বৃদ্ধিতে।



আশা করি SEO সম্পর্কে হালকা হলেও ধারণা দিতে পেরেছি।

আগামীতে থাকবে ব্লগ Seo এর A-Z

Credit: Cyber Prince
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url