আপনি হয়তো খেয়াল করেছেন বর্তমান সময়ে অনেকের ফেসবুক ওয়ালে ঝুলছে তেহারী ট্রল কেন চলছে চলুন জেনে নেই আসল ঘটনা

আপনি কি জানেন কেন চলছে তেহারী ট্রল কিংবা ঢেলে দেই অথবা পরিবেশ টা ঠান্ডা না অথবা আমি কি কাউকে গালি দিয়েছি ট্রল আসুন জেনে নেই।


আপনারা অনেকে তাহেরি হুজুর কে চিনে থাকবেন যে কিনা বসেন বসেন ডিজিটাল জিকিরের জন্য ইউটিউব ফেসবুকে ভাইরাল। এছাড়াও তার কান্ড কারখানার জন্য অনেকের কাছে মজার একজন মানুষ ও বটে, তাই আমি কাউকে ছোট করার জন্য পোষ্ট টি করছিনা বরং আসল রহস্য সবার সামনে তুলে ধরতে যাচ্ছি।

মজার যেসকল কথা গুলো ভাইরাল তা আগে দেখে নেইঃ-
1.পরিবেশ টা সুন্দর না?
= Isn't the environment favorable?
2.কোন হৈ চৈ আছে?
= Is there any noise?
3.আমিকি কাওকে গালি দিয়েছি?
= Did I scold anyone?
4.কাহারো বিরুদ্ধে বলিয়াছি?
= Did I talk against anyone?
5.তারপরও একদল লোক বলবে তাহেরি ভালা না
= Although a group of people will say Taheree isn't Good.
6.একটু চা খাচ্ছি
= I am having tea.
7.আপনারা খাবেন?
= Will you have?


মূলত এরকম ট্রল দেখা যাচ্ছে কিন্তু এর সূত্রপাত ঘটে নিচের কথা গুলোর জন্য।
১.হেতেনে ডাব্বা মাইরছে।
২.তাহেরির জিকির লইয়া মজা করলে এমনটাই হবে।

ভাবতেছেন কে আবার ডাব্বা মারলো তো বলছি আসল কথাঃ

একদা এক সময় জিকিরের মাঝে বসেন বসেন বইসা যান বলে দিয়ে তাহেরি বিপদে ফেসে যায় আর তাকে নিয়ে অনেক মজার মজার ইউটিউব ভিডিও বানানো হয় সাথে ট্রল মিমি ইত্যাদি। আর সেই বসেন বসেন জিকির নিয়ে নিয়ে গান বানিয়ে ফেলে ইউটিউবার প্রত্যয় হিরন আর সেই গানকে কেন্দ্র করে এত যুদ্ধ। আপনি যদি বসেন বসেন গানটি না শুনে থাকেন তবে নিচের ভিডিও টি চালু করুন।

 তাহেরি আংকেল অপেক্ষায় থাকে প্রত্যয় হিরন এর এইচএসসি রেজাল্ট বের হওয়ার আর রেজাল্ট বের হলে দেখা গেলো প্রত্যয় হিরন এক বিষয়ে ফেল করেছে আর সেই ফেল করা কে কেন্দ্র করে তাহেরি প্রত্যয় হিরনকে ওয়াজ মাহফিলে উপস্থাপন করে এবং ছোট করার জন্য বলে বসে তাহেরিকে নিয়ে মজা করলে পরীক্ষায় ফেল করতে হবে আর সেই গাজাখুরী কথা গুলো সহ্য করতে না পেরে প্রত্যয় হিরন একটি ভিডিও এর মাধ্যমে রিপ্লাই দেয় এবং বুঝাতে চায় যে তাহেরি তার থেকে অনেক বড় এবং তাহেরি এবং তার মাঝে বাকযুদ্ধ মানায় না, আর ওয়াজ মাহফিলে এগুলোতো পুরাই বে-মানান এবং সে যে পাশ করে গিয়েছে তা সবার সামনে তুলে ধরে এবং সাথে এটাও বলে ইট মারলে পাটকেল খেতে হবে।যদি সেই ভিডিও টি দেখে না থাকেন তবে নিচের ভিডিও টিতে সম্পূর্ন আসল তথ্য লুকিয়ে রয়েছে।


এবং কিছুদিন পর প্রত্যয় হিরন ঢেলে দেই নামক একটি গান ইউটিউবে প্রকাশ করে আর সেই গান আর তা কি পরিমান ভাইরাল হয়েছে তার প্রমান আপনাদের মাঝেই স্পষ্ট দেখা যাচ্ছে তবে আপনি সেই গানটি শুনতে চাইলে নিচের ভিডিও টি চালু করুন।


এবার আসি প্রত্যয় হিরন কে তা জেনে নেইঃ
প্রত্যয় হিরন হলো বাংলাদেশের সফল ইউটিউবার দের একজন যার বর্তমান সাবস্ক্রাইবার 2M+.
ছোটভাইটার ফেসবুক লিংক নিচে দেওয়া হলোঃ 
Prottoy Heron Facebook Link

প্রত্যয় হিরনকে কে নিয়ে তাহেরির কথা মেনে নিতে না পেরে প্রত্যয় হিরন এবং তার গ্রুপ মিলে তাহেরি কে মজা দেখাবার জন্য একজোট হয়ে কাজ করে।নিচে তার গ্রুপ মেম্বারদের ছবি।

আর প্রত্যয় হিরন এবং তার গ্রুপের মজার সকল ভিডিও গুলো দেখতে চাইলে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো।


The Ajaira LTD.

আর যদি মন চায় তবে আমার চ্যানেলে গিয়া Subscribed বাটনে একটা ঘষা লাগাইয়া দিও।
Cyber Prince

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url