PUBG Mobile - ESP | Aimbot | Fast Landing | Fast Run | High Jump | Car Fly | Car Speed | Scope Zoom |Wall Hack| God View এগুলো কি আর কি কাজে লাগে সংক্ষিপ্ত আলোচনা।

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বর্তমান সময়ের সবথেকে আলোচিত গেমস PUBG Mobile এর Hack  নিয়ে আলোচনা করার জন্য তাহলে চলুন শুরু করা যাক।



আমাদের ভিতর অনেকেই আছেন যারা পিসি থেকে PUBG Mobile খেলেন Emulator  ব্যবহার করে তাদের জন্য আজকের এই পোষ্ট আর PUBG Mobile গেমস নিয়ে এটা আমার ২য় পোষ্ট আগের পোষ্টে ESP এবং Aimbot ব্যবহার কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করেছিলাম তাই যারা দেখেন নি তারা চাইলে নিচের লিংক থেকে দেখে আসতে পারেন।

আপনিও কি হতে চান PUBG Hacker তাহলে তবে এই পোষ্ট টি আপনার জন্য যেভাবে করতে হবে PUBG Hack

পোষ্ট শুরু করার আগে বলে নেই PUBG Mobile আমার খুব পছন্দের গেমস কিন্তু হ্যাকারদের অত্যাচারে খেলার মজাটাই অর্ধেক চলে গেছে তবে তাই বলে ছেড়ে দিলে কি হয় বলুন তাইতো মাথায় কুবুদ্ধি এলো সবাই যেহেতু কম বেশী হ্যাক ব্যবহার করছে তবে আমি করলে সমস্যা কি তাই আরম্ভ করলাম PUBG Mobile নিয়ে রিসার্চ করা বরাবর একমাস রিসার্চ করার পর অনেক কিছু জানতে পেরেছি আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম।

PUBG Mobile গেমসটিতে মূলত তিনধরনের খেলোয়ার থাকে যেমনঃ

1. Noob
2. Pro
3. Hacker

এখানে Noob বলতে নতুন বা তেমন ভালো বুঝেনা তাদের বুঝানো হয়।
আর Pro বলতে অভিজ্ঞ এবং পারদর্শীদের ধরা হয়।
সবশেষে থাকে Hacker যারা কিনা PUBG Mobile এর জন্য SuperMan এর Role পরিবেশন করে থাকে
আপনারা অনেকে তাদের হয়তো Cheat User ও বলে থাকেন।

এবার আসি কিছু ভুল ধারনা আছে আপনাদের মাঝে তা পরিস্কার করা যাক যেমন ধরুনঃ

যারা মোবাইল থেকে খেলবে তাদের সাথে মোবাইল দিয়ে খেলছে এমন সকল খেলোয়ার পড়বে।
আর যারা পিসি থেকে খেলেন তাদের সাথে যারা Emulator ব্যবহার করছে এমন সব খেলোয়ার পড়বে।
কিন্তু আপনি কি জানেন Emulator এ যারা খেলে থাকে তাদের ৬০% Hack ব্যবহার করে খেলে থাকে।

তবে এই বলে এটা ভেবে বসবেন না যে Mobile থেকে খেলতে গেলে হ্যাকার পাবেন না কারন Emulator Bypass করে পিসিতে বসে মোবাইল ব্যবহারকারীদের Chicken Dinner ছিনিয়ে নেওয়া সম্ভব।
তবে এখানে Bypass করলে রিস্ক বেশী Banned হয়ে যাওয়ার।

আর অনেকেই বলে যে পিসি থেকে খেলে বলে কেউ পারেনা তাদের সাথে এট সম্পূর্ন ভুল কারন তাদের সাথে শুধু পিসি ব্যবহারকারীদের খেলা পড়বে। আর আপনি যদি কোন পিসি ব্যবহারকারীদের সাথে Teammate হয়ে খেলে থাকেন তবেই শুধু আপনি Emulator ব্যবহারকারীদের মুখোমুখি হবেন।


আমি অনেক ধরনের Free এবং Paid Hack ব্যবহার করেছি জানার উদ্দেশ্যে কিন্তু যতই জেনেছি আগ্রহ আরো বেশী বাড়তে থাকে তাই গত একমাস আমার কোন পোষ্ট আপনারা পান নাই কারন আমি PUBG MOBILE খেলা নিয়ে ব্যস্ত ছিলাম।

কিছু উল্লেখযোগ্য Hack রয়েছে যা কম বেশী অনেকেই ব্যবহার করে থাকে তবে আমি যা ব্যবহার করেছি তার মধ্যে যা ফ্রি ছিলো তা আমি সবার জন্য শেয়ার করবো আর যা Paid Version তা আপনি চাইলে আমার থেকে ক্রয় করতে পারবেন।

আগে বলে নেওয়া ভালো হবে যে ফ্রি ভার্সন গুলোতে যখন তখন Banned হয়ে যেতে পারে আপনার আইডি তাই Paid ভার্সন গুলো ব্যবহার করা Safe হবে তাছাড়াও Paid ভার্সন গুলোতে অনেক বেশী সুবিধা দিয়ে থাকে।



আসুন জেনে নেই হ্যাক গুলো সম্পর্কে সংখিপ্ত ভাবেঃ

ESP:
ESP ব্যবহার করলে আপনি আগে থেকে যেনে যেতে পারবেন আপনার Enemy Location তাছাড়াও জানতে পারবেন কোন ঘরে কি আছে Airdrop কোথায় আছে কিংবা যানবাহন গুলো কতদূরে আছে।

AIMBOT:
Aimbot এর কাজ হলো অটোমেটিক Enemy এর মাথায় গুলি করার জন্য কার্সর সেট হয়ে যাবে যার ফলে HeadShot বেশী আসবে।

FAST LANDING:
Fast Landing এর কাজ হলো Plane থেকে লাফ দিয়ে নির্দিষ্ট স্থান কোন প্রকার দেরী করা ছাড়াই মুহূর্তে মাটিতে নেমে যাওয়া।

Fast Run:
Fast Run আপনাকে দিবে আপনার নির্ধারিত দৌড়ের স্পিড অতিক্রম করে আরো বেশী স্পিডে দৌড়াদৌড়ি করার সুবিধা। ধরুন আপনি Knocked হয়ে গেলেন এবং আপনার Team একটু দূরে রয়েছে তখন আপনি চাইলে খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌছে যেতে পারবেন।

HIGH JUMP:
High Jump ফিচারের মাধ্যমে আপনি অনেক উচুতে লাফ দিয়ে ঊঠে যেতে পারবেন।

CAR FLY:
Car Fly এর মাধ্যমে আপনি চাইলে আপনার গাড়ি কিংবা মোটর সাইকেল আকাশে ঊড়াতে পারবেন।

SCOPE ZOOM:
এই ফিচারের মাধ্যমে আপনি কোন প্রকার Scope ছাড়াই 8x এর সুবিধা উপভোগ করতে পারবেন।

CAR SPEED:
এই ফিচারে মাধ্যমে আপনি নির্দিষ্ট স্পিডের তুলনায় ২ গুন বেশী স্পিডে গাড়ি চালাতে পারবেন।

WALL HACK:
Wall Hack ব্যবহার করে Wall এর পিছনে থাকে Enemy কে মেরে দিতে পারবেন।

GOD VIEW:
এই ফিচারে মাধ্যমে আপনি অন্যদের তুলনায় ভিন্ন রকম Look ফিচার উপভোগ করতে পারবেন।

MAGIC BULLET:
এটা সবথেকে বিপদজনক হ্যাক কারন আপনি যেখানেই গুলি করেন না কেন তা গিয়ে সোজা আপনার Enemy এর গায়ে গিয়ে লাগবে।


তাহলে এই রইলো হ্যাক গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আগামী পর্বে থাকছে কিভাবে আপনি এই হ্যাক গুলো ব্যবহার করবেন তার টিউটোরিয়াল নিয়ে আর সাথে ডাউনলোড লিংক তো রয়েছেই।


তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url