খুব সহজে ইমেইল স্পুফিং করুন।তাও আবার ফ্রিতে।
স্পুফিং……অনেকেই হয়তো জানেন বিষয়টি কি।তবুও সবার ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার বলে দিচ্ছি।
Email Spoofing হলো কারো ইমেইল এক্সেস না নিয়ে তার ইমেইল ঠিকানা ব্যবহার করে অন্যকে ইমেইল পাঠানো।যা হ্যাকারদের প্রাথমিক শিক্ষার অংশ।
হ্যা,এখন আপনিও চাইলে ইমেইল স্পুফিং করতে পারবেন। যদিও অ্যাপটি পেইড এবং বিশেষ ক্লাইন্ট ছাড়া কাউকে সরবরাহ করে না তাই সবার হাতের নাগালের বাহিরেই থেকে যায়।কিন্তু আজ আমি একদম ফ্রিতে অ্যাপটি আপনাদের মাঝে সেয়ার করব।
তাই দেরি না করে এখনই অ্যাপটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে
Email Spoofing হলো কারো ইমেইল এক্সেস না নিয়ে তার ইমেইল ঠিকানা ব্যবহার করে অন্যকে ইমেইল পাঠানো।যা হ্যাকারদের প্রাথমিক শিক্ষার অংশ।
হ্যা,এখন আপনিও চাইলে ইমেইল স্পুফিং করতে পারবেন। যদিও অ্যাপটি পেইড এবং বিশেষ ক্লাইন্ট ছাড়া কাউকে সরবরাহ করে না তাই সবার হাতের নাগালের বাহিরেই থেকে যায়।কিন্তু আজ আমি একদম ফ্রিতে অ্যাপটি আপনাদের মাঝে সেয়ার করব।
তাই দেরি না করে এখনই অ্যাপটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে
ক্লিক করুন
তো এবার হয়ে গেল আপনার অ্যাপটি ডাউনলোড করা।এখন আসল কাজে চলে আসি কিভাবে আপনিও ইমেইল স্পুফিংং করবেন।
তার জন্য নিচের স্টেপ গুলো ভালো করে দেখুন।

অ্যাপটি চালু করলেই উপরের মতো স্ক্রিন আসবে এবং সেখানে দেখবেন উপরে লেখা Security step1 এরপর পাবেন লগিন অপশন,এরপর দেওয়া আছে কোথায় পাবেন লগিন করার ইউজার নেইম এবং পাসোয়াড।

নতুন পেইজ চালু হলো এবং সেখানে ইউজার নেইম এবং পাসোয়াড দেখাচ্ছে।এবার ইউজার নেইম,পাসোয়াড কপি করে Home বাটনে ক্লিক করে আগের পেইজে চলে আসলাম এবং লগিন বক্সে তথ্য দিয়ে Login এ ক্লিক করলাম।

লগিন এ ক্লিক করলে আবার সিকিউরিটি এর ২য় পেইজ আসবে।এই পেইজেও সেই প্রথমে কপি করা ইউজার নেইম,পাসোয়াড দিয়ে login করুন।

এবার আসবে ফাইনাল স্টেপ।যেখানে সেই আগের তথ্য দিয়ে আবার লগিন করলেই আমাদের আসল পেইজ চলে আসবে।

এবার দেখুন চলে আসল আমাদের মুল পেইজ।এতক্ষনে যেগুলো পার করে আসলাম তা ছিল মূলত সিকিউরিটি বাড়ানোর জন্য।

এখানে দেখুন ৬ টা বক্স আছে।একদম উপরের বামের বক্সে দিবেন যেই মেইল থেকে মেইল স্পুফিং করতে চান সেই ঠিকানা।যেহেতু আমি ডেমু দেখাচ্ছি তাই আমি ট্রিকবিডি এর সাপোর্ট মেইল ব্যবহার করলাম।ডানের বক্সে দিবেন যার নাম থেকে মেইল পাঠাবেন।এরপর এর বক্সে দিবেন মেইল এর বিষয়।
এরপর বড় বক্সগুলোর বাম দিকের বক্সে দিবেন আপনার মেইলটি।চাইলে আপনি HTML দিয়ে সুন্দর করে লিখতে পারবেন।এরপর ডানের বক্সে দিবেন যার ইমেইল ঠিকানায় আপনি মেইল করবেন তার এড্রেস।
ব্যাস কাজ শেষ।এবার সেন্ড এ ক্লিক করবেন এবং আপনার মেইল চলে যাবে ৫ সেকেন্ডের মধ্যে।
[h1]Proof:[/h1]

আমি Mr.মাস্ক এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন। ইনশাআল্লাহ নতুন এবং দারুন সকল টপিক শিখতে এবং জানতে পারবেন ১০০% প্রুফের সাথে।
মনে রাখবেন আমি কোনো হ্যাকিং বা খারাপ কাজের উদ্দেশ্য এটি সেয়ার করি নাই।শুধু জ্ঞান অর্জন এর জন্য সেয়ার করলাম।কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।সাথে কোনো ঝামেলায় জড়িত হলে আমি কোনো ভাবে দায়ী থাকবে না।
আজ এটুকুই আবার আসব আরও নতুন ট্রিক নিয়ে।
আমি ফেইসবুকে