অগ্রদূত একাডেমী, ফেনী - আধুনিক প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা কি রয়েছে জেনে নেওয়া যাক
আজকে কোন প্রকার টিপস এন্ড ট্রিক নয় বরং অন্য রকম কিছু তুলে ধরার চেষ্টা করবো তাই বলে মনে করবেন না বিজ্ঞাপন দিতে চলে এসেছি শুধু হাজির হয়েছি একটি শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ নিয়ে যার নাম "অগ্রদূত একাডেমী"।
"অগ্রদূত একাডেমী"
অগ্রদূত একাডেমী ফেনী জেলার ৪৪৮, খোরশেদ মহল, মিজান রোড-৩৯০০ তে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যার প্রতিষ্ঠাতা তিনজন তবে সবার সাথে দেখা করা সম্ভব হয়ে উঠেনি তবে একজনের সাথে দেখা হয়েছিলো যার নাম জোবায়ের আল মাহমুদ (রনি)
যার মুখে তার শিক্ষা প্রতিষ্ঠানের কথা শুনে এবং কিছু ছবি দেখে আগ্রহ জাগে সামনে থেকে দেখার কেনো আগ্রহ জেগেছিলো তা নিচেই উল্লেখ করছি।
"অগ্রদূত একাডেমী" অনেকটা আলাদা মনে হয়েছে ফেনী জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে তার কারন হলো তারা বাচ্চাদের পড়াশুনার উপর মনযোগ আকর্ষন করার জন্য ব্যবস্থা করেছে একদম আপডেট দেশগুলোর মত সুব্যবস্থা। যেমন তাদের নিয়ম টাও একটু ভিন্ন তেমনি তাদের পড়ানোর স্টাইল। অগ্রদূত একাডেমীর ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা কোন প্রাইভেট পড়ানোর প্রয়োজনীয়তা পড়বেনা এই প্রতিশ্রুতি তারা দিচ্ছে, হয়তো ভাবছেন এ আর নতুন কি সবাই বলে কিন্তু আমি কেন বলছি আরেকটু বিস্তারিত বলি তাদের ছাত্র কিংবা ছাত্রীদের কোন রকম বই-পুস্তক নিতে হবেনা ক্লাশ করার জন্য আর তাদের স্কুলের পড়া স্কুলেই সম্পূর্ণ করে নেওয়ার সকল ব্যবস্থা তাদের রয়েছে। প্রতিটি ছাত্র/ছাত্রীর জন্য আলাদা কম্পিউটার এবং ডেস্ক এর ব্যবস্থা প্রতিটি ক্লাসে আর তাদের পড়ানো হবে প্রজেক্টরের মাধ্যমে সাথে সাউন্ড সিস্টেম। বাচ্চাদের খেলাধুলা করার জন্য রয়েছে স্কুলের সামনে মাঠ এবং খেলাধুলা করার সামগ্রী।
অনেকে হয়তো ঢাকার কিছু নামকরা স্কুলের নাম টেনে আনবেন কিন্তু আবারো স্মরণ করিয়ে দিচ্ছে অগ্রদূত একাডেমী ফেনী মিজান রোডে অবস্থিত তাই এখানের কথা ভাবুন।
শুধু এখানেই শেষ করে দিলে হয়তো আপনাদের জানানো বাকী থেকে যেতো তাদের পুরো স্কুল সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রতিটি ক্লাস চলাকালীন সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষন পর্যবেক্ষন করা হচ্ছে সাথে কোন ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা চলছে তা সিসি ক্যামেরা তে অডিও রেকোর্ডিং সহকারে স্টোরেজ হবে যাতে এর দ্বারা পড়াশুনার সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা জেনে নেওয়া যায়।
অভিভাবক রা চাইলে তাদের বাচ্চাদের সিসি ক্যামেরার নিয়ন্ত্রন প্যানেল এ দেখতে পারবে এতে বাচ্চার মনযোগ নষ্ট হবে না সাথে অভিভাবকরা দেখতে চাইলে দেখে নিতে পারবে।
ভাবতে পারছেন ফেনীতে আমাদের আশে পাশেই রয়েছে এরকম আপডেট এক শিক্ষার স্থান।
তারা তাদের ছাত্র/ছাত্রীদের বাচ্চাদের মনযোগ আকর্ষন করানোর জন্য খেলার ছলে পাঠ্য শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রতিটি ক্লাসরুমের জন্য হাই স্পিড ওয়াই ফাই ব্যবস্থা যাতে ছাত্রদের বিনোদনের পাশাপাশি শিক্ষা উপস্থাপন করা যায় যেমন শিক্ষনীয় ভিডিও সমূহ।
তাছাড়াও প্রতিটি ক্লাস লাইভ চ্যানেলে আপলোড এর ব্যবস্থা চাইলে আপনি আপনার বাসায় বসে হয়তো নিয়ন্ত্রন করে দেখে নিতে পারবেন তাদের শিক্ষা ব্যবস্থা।
আরো কিছু কাজ চলছে হয়তো আরো কিছু অভিনব কৌশলে শিক্ষা দেওয়ার নতুন আইডিয়া গুলো গড়ে উঠছে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করলে জানা যেতে পারে নতুন আর কি সংযুক্ত হচ্ছে।
হয়তো নতুন বলে অনেকেই একে গুরুত্ব দিতেন না কারন তখন আপনি জানতেন না বলে তবে এখন কিছুটা ধারনা তো পেয়েছেন সেখানে কি অপেক্ষা করছে আপনার সোনামণিদের জন্য কিংবা আপনার ভাই-বোন অথবা অন্য কারো জন্য আসলেই বলছি না সেখানে ভর্তি করাতে কাউকে তবে একবার হলেও দেখে আসতে পারেন তাদের শিক্ষাব্যবস্থা।
কিছু ছবি দেখে নেওয়া যাক:
তাদের ক্লাস রুমের ছোট খাটো কিছু ভিউ তুলে ধরলাম বাকীটা আপনি চাইলে তাদের প্রতিষ্ঠান থেকে ঘুরে এসে জানতে পারবেন। রুমে কিছু কাজ চলছিলো এমন সময় তোলা ছবিগুলো।
হয়তো আপনারা অনেকেই চান আপনার বাচ্চা সবার থেকে একটু বেশী আপডেট থাকুক সাথে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখা-পড়া করুক তারা হয়তো আমার কাছে আরো বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করতে পারেন তাই তাদের জন্য আমি অগ্রদূত একাডেমীর অফিশিয়াল ঠিকানা দিয়ে দিবো যাতে কারো দরকার হলে সহজেই খুজে নিতে পারেন।
তাদের থেকে সংগ্রহ করা একটি কপি
এবার তাদের সাথে ফেসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন।
যদিও নতুন তবে এর জনপ্রিয়তা পেতে আশা করি বেশী সময় লাগবেনা কারন সব অভিভাবকেই চান তাদের বাচ্চার ভালো মানের শিক্ষা পেয়ে বড় হয়ে উঠুক।
তাদের ইউটিউব চ্যানেল চালু করা হচ্ছে তাই চাইলে Subscribe করে রাখতে পারেন।
আশা করি প্রযুক্তির এই ব্যবহার আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
তাহলে বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ www.DarkMagician.xyz