Buy EaseUS Todo Backup Home ৩০০০+ টাকা মূল্যের PC Backup Software ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য Link Updated

EaseUS Todo Backup Home সফটওয়্যার হচ্ছে আমাদের আজকের টপিক যা দিয়ে আপনি আপনার পিসি Backup রাখতে পারবেন দাম ৩০০০+ টাকা।

EaseUS Todo Backup Home

আমাদের পিসিতে থাকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো আর তার দরকার কখন কোথায় কিভাবে পড়ে যায় নিজেরাও অগ্রীম বুঝে উঠতে পারিনা। অনেক সময় এমন দেখা যায় যে আপনার কাজের জন্য আপনার পিসি চালু করলেন কিন্তু সেখানে উইন্ডোজ টাই Run হচ্ছে না এর মানে আপনার ইন্সটল করা সকল কিছু আবার নতুন করে করতে হবে আর সাথে বাড়তি প্যারা উইন্ডোজ ইন্সটল তো থাকছেই কিন্তু আপনি যদি একটু মাথা খাটিয়ে সব কিছুর Backup নিয়ে রাখতেন তাহলে হয়তোবা আপনাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না কিংবা হারিয়ে ফেলতে হতো না আপনার মূল্যবান ডাটা গুলো তাহলে চলুন কিভাবে এরকম পরিস্থিতির মোকাবেলা করবেন তা একনজরে দেখে নেওয়া যাক।

EaseUS Todo Backup Home Pricing

উপরের চিত্রে তাদের অফিশিয়াল দাম দেওয়া রয়েছে আমরা এবার খুটিয়ে দেখবো কেন এটার দাম ৫৯ ডলার পর্যন্ত কি আছে এতে আর কি করা যাবে এই সফটওয়্যার টি দিয়ে।

আরো পড়ুনঃ Kinemaster Bangla Font Download

EaseUS Smart Backup Features

এই সফটওয়্যার দিয়ে স্মার্ট Backup ফিচার ব্যবহার করা যাবে যার কাজ অটোমেটিক Backup তৈরী করা নির্দিষ্ট সময় পরপর এছাড়াও রয়েছে Simple Backup ফিচার যার মাধ্যমে আপনি Manually Backup নিতে পারবেন।

All Backup Type Screenshot

এখানে আপনি যে কোন Format এর ফাইল Backup রাখতে পারবেন সাথে যুক্ত করে দিতে পারবেন সিকিউরিটি মানে পাসওয়ার্ড। নেওয়া যাবে System Backup যা হবে একদম Bootable আপনি চাইলে সেই Backup HDD,SSD কিংবা অন্য কোন Storage এ ট্রান্সফার করতে পারবেন। আর এতে সুবিধা হবে এটাই যে আপনার ইন্সটল করা সকল কিছু থেকে যাবে বিল্ড উইন্ডোজের মত এবং আপনি যে কোন পিসি থেকে তা চালাতে পারবেন উইন্ডোজ ইন্সটল না করেই।

এছাড়াও আপনি নির্দিষ্ট Partition এর backup নিতে পারবেন শুধু backup কোথায় জমা হবে তা আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনি আপনার এসকল Backup যে কোন মাধ্যমে রাখতে পারবেন যেমন ধরুন অললাইন Cloud Storage.

Backup Features Screenshot

আগেও বলেছি আপনি টাইম নির্ধারন করে Smart Backup চালু করে দিতে পারবেন সাথে কোন Method এ রাখতে চান তা নির্বাচন করে দিতে পারবেন। যেহেতু Compression ইঞ্জিন ব্যবহার করে তাই আপনার backup সাইজ ছোট হবে এবং আপনি চাইলে তাতে পাসওয়ার্ড যুক্ত করে দিতে পারবেন।আপনি চাইলে ইমেইল Backup রাখতে পারবেন এবং সাথে চাইলে নোটিফিকেশন সিস্টেম চালু করে নিতে পারবেন।

System Clone Features

আপনি আপনার পুরো অপারেটিং সিস্টেম কে Migrate করতে পারবেন আবার চাইলে একটি Portable Windows Usb Drive বানিয়ে রাখতে পারবেন যাতে আপনি পকেটে করে নিয়ে ঘুরতে পারেন আপনার কাস্টমাইজ করা উইন্ডোজ। এর সকল ফিচারের কারনে আপনাকে আর পড়তে হবে না ডাটা হারানো কিংবা উইন্ডোজ জনিত সমস্যা গুলোতে জাস্ট কয়েক ক্লিক করে সব কিছু আগের মত করে ফেলতে পারবেন একদম জাদুকরের মত।

চলুন আর কথা না বাড়িয়ে কিছু চিত্র দেখে নেওয়া যাকঃ

EaseUS Todo Backup Home SS1

EaseUS Todo Backup Home SS2

EaseUS Todo Backup Home SS3

EaseUS Todo Backup Home SS4

উপরের চিত্র দেখেই এই ফিচার কতোটা সহজ হবে বুঝে নেওয়া যাচ্ছে তাই আর পোষত বড় করলাম না আশা করি আপনাদের সমস্যা হবে না তারপরেও যদি কোন সমস্যা হয় তবে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন সমাধানের চেষ্টা করবো। এবার আপনি যদি মনে করেন সফটওয়্যার টি আপনার কাজে আসবে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে ডাউনলোড করার আগে এটি কিভাবে আপনার কম্পিউটারে ইন্সটল করবেন তা ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটি দেখতে পারেন।

File Name EaseUS Todo Backup Home
File Size 88 MB
File Formate .rar
File Passpord DarkMagician.Xyz
Download Link Click Here

প্রথমে ডাউনলোড করা ফাইল Extract করলে Install ফাইল পাবেন তা ইন্সটল করে ফেলুন এবং ইন্সটল শেষ হয়ে গেলে Fix Folder এ থাকা ফাইলটি আপনার EaseUS Install Directory গিয়ে Copy/Paste করুন এবং সবশেষ সফটওয়্যার টি Run করুন। তাহলে এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন সময়ে নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url