Birth Certificate বা জন্ম নিবন্ধন অনলাইনে Verify করে জেনে নিন আসল না নকল
আপনি যদি Birth Certificate অনলাইনে Verify করতে চান তবে আর্টিকেল টি আপনার জন্য। দেখে নিন কিভাবে অনলাইনে জন্ম সনদ ভেরিফাই করবেন।
জন্ম সনদ একটি শিশুর অধিকার সাথে তার পরিচয়পত্র। জাতিসংঘের শিশু অধিকার সনদের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, “শিশুর জন্মগ্রহণের পর জন্ম-নিবন্ধীকরণ করতে হবে। জাতীয়তা অর্জন, নামকরণ এবং পিতামাতার পরিচয় জানবার এবং তাদের হাতে পালিত হবার অধিকার আছে।” ১৮৭৩ সালের ২রা জুলাই তদানীন্তন বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারী করে। আর এভাবেই চলে আসছে আজ পর্যন্ত।
জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।
জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।
জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে যদি একটি সার্টিফিকেট প্রদান করেন। জন্ম নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই বিধি লংঘনকারী নিবন্ধক বা ব্যক্তি অনধিক ৫০০ (পাঁচশত টাকা) অথবা অনধিক দুইমাস বিনাশ্রম কারাদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
বর্তমানে ভুয়া জন্ম সনদ বানানো কোন ব্যাপার নয়। তাই হয়তো অনেকে সেই Fake Birth Certificate দিয়ে স্কুল, কলেজ, অফিস, আদালতে ব্যবহার করে আসছেন। তবে জেনে রাখুন আপনি যে কোন সময় বিপদে পড়তে যাচ্ছেন। কারন সকল কিছু আপডেট হয়েছে আর ভুয়া জন্ম সনদ যাচাই করা তেমন আহামরী কিছু নয়। চাইলে আপনিও যাচাই করতে পারবেন।
How To Verify Birth Certificate Online
জন্ম নিবন্ধন অনলাইনে Verify করতে হলে প্রথমে এই লিংকে প্রবেশ করুন - Verification Link
আপনি লিংকে প্রবেশ করলে দুইটি ঘর পাবেন। একটি Birth Registration Number অন্যটি Date Of Birth. Birth Registration Number এর ঘরে আপনার Birth Certificate এর জন্ম নিবন্ধন নম্বর প্রবেশ করুন। এবার ২য় ঘরে Date Of Birth দিন। Example:- Date-Month-Year. সবশেষে Verify বাটনে ক্লিক করুন।
আমি একটি ভুল সংখ্যা দিয়েছি তাই Matching Birth Records Not Found দেখাচ্ছে। তবে আপনি যদি সঠিক তথ্য দেন তবে আপনাকে জন্ম নিবন্ধনের তথ্য দেখাবে। এর এই ছোট্ট ট্রিক কাজে লাগিয়ে আপনি জেনে নিতে পারবেন জন্ম নিবন্ধন টি আসল না নকল।
আর পাশাপাশি এর মাধ্যমে নিজের বা অন্যের তথ্য দেখা যাবে তবে অবশ্যই সঠিক তথ্য দরকার হবে। অনলাইনে জন্ মনিবন্ধনের জন্য আবেদন করতে কিংবা জন্ম নিবন্ধন এর আবেদনপত্র ফরম সংগ্রহ অথবা আপনার জমা দেওয়া আবেদন পত্র সম্পর্কিত সকল তথ্য যদি জানতে চান তবে এই লিংকে ভিজিট করুন - জন্ম নিবন্ধন নিয়ে সকল তথ্য জানুন
শেষ কথা
আশা করি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে