Find Save Wifi Password Windows 10 Using Power Shell
Find Save Wifi Password: আপনি কি Wifi Connect করেছেন কিন্তু Password জানেন না বা ভুলে গেছেন তাহলে দেখে নিন সমাধান।
Find Save Wifi Password: অনেক সময় দেখা যায় অন্য কারো Wifi চালাচ্ছেন।
আর সে আপনাকে Wifi Password দিয়ে Connect করে দিয়েছে।
কিন্তু আপনাকে Password জানাতে নারাজ।
তখন আপনিও হয়তো কানেক্ট হয়েছে এই খুশীতে চলে যান।
অথবা আপনার নিজের Wifi Password ভুলে গিয়েছেন কিন্তু তা PC তে Connect করা আছে।
মোট কথা কোন ভাবে কানেক্ট করা আছে এমন Wifi Password বের করা যাবে এই ট্রিক এর মাধ্যমে।
যদি উল্লেখিত সমস্যায় পড়ে থাকেন তবে আর্টিকেল টি হতে পারে আপনার সমাধান।
Find Save Wifi Password তাহলে চলুন দেরী না করে শুরু করিঃ-
আমরা কাজটি অনেকভাবেই করতে পারতাম। তবে সবথেকে সহজ পদ্ধতিতে উপস্থাপনের চেষ্টা করবো। তাই যদি ট্রিক ভালো লাগে তবে একটা কমেন্ট আবশ্যক।
প্রথমে আপনার Windows 10 এর Start Menu থেকে Power Shell লিখে সার্চ করুন।
এবার Windows Power Shell কে আপনি Run As Administrator দিয়ে চালু করুন।
উপরের মত Command Line দেখতে পাবেন। আপনার কাজ হবে নিচে দেওয়া Code টি Copy করে নিয়ে Power Shell টিতে Paste করা।
(netsh wlan show profiles) | Select-String “\:(.+)$” | %{$name=$_.Matches.Groups[1].Value.Trim(); $_} | %{(netsh wlan show profile name=”$name” key=clear)} | Select-String “Key Content\W+\:(.+)$” | %{$pass=$_.Matches.Groups[1].Value.Trim(); $_} | %{[PSCustomObject]@{ PROFILE_NAME=$name;PASSWORD=$pass }} | Format-Table -AutoSize
Copy Paste করা শেষ হলে Enter চাপুন। দেখবেন আপনার কানেক্ট করা সকল Wifi গুলোর Password এর তথ্য আপনাকে দিয়ে দিয়েছে।
তাহলে আজকের Find Save Wifi Password আর্টিকেল থেকে বিদায় নিচ্ছি।
সম্ভব হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।
আজকের মত বিদায়। দেখা হবে অন্য কোন সময়। নতুন কিছু নিয়ে।
লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )Youtube | Page | Group | Website