Prototype 2 PC Games সাধারন পিসির জন্য সেরা গেমস

Prototype 2 PC Games: যদি আপনি Open World Games এর ভক্ত হয়ে থাকেন তবে দেখে নিন Review


Prototype 2 PC Games: সম্পূর্ন  Action, Adventure, Scientific Bio Research নিয়ে তৈরী গেমস টি।


StoryLine:

প্রথমে আপনাকে দেখা যাবে Army দের পোষাক পরিধান অবস্থায় কোন মিশনে অংশগ্রহন করতে যাচ্ছেন।
Blacklight virus বানানো হয়েছে। যা মানুষ কে "BioBomb" রুপান্তর করে দিচ্ছে।
আর আপনার পরিবারের সকলকে মেরে ফেলা হয়েছে।
যাই হোক Tank এর ভিতরে বসে মিশনে যাচ্ছিলেন।
আকস্মিক এক হামলায় আপনার টিম এর সকলে মরে যাবে। 
আর আপনি শুধু মাত্র বেচে থাকবেন। 
জ্ঞান ফিরলে দেখতে পাবেন আকাশ থেকে কিছু একটা পাশে এসে পড়লো।
সে কি এটা তো একটা মানুষ  যে কিনা Super Power এর অধিকারী।
আপনি সেই আকাশ থেকে আসা ব্যক্তি টিকে ছুরি দিয়ে মারার চেষ্টা করতে থাকবেন।
কিন্তু ফলাফল কিছুই হবে না। 
শেষ মেষ সেই Super Power থাকা ব্যক্তিটি আপনাকে মেরে দিবে।
আর দীর্ঘ সময় পর আপনি নিজেকে একটি Bio Research Lab এ খুজে পাবেন।
কিছু একটা তো ঝামেলা হয়েছে বুঝে ফেলবেন ঠিক তখনি  Zombie গুলো মুক্ত করে দেওয়া হবে।
আপনাকে Zombie গুলো আক্রমন করবে আর আপনার কাজ হবে এগুলোর সাথে যুদ্ধ করা।
যখন আপনি Zombie গুলোকে একাই মেরে সাবাড় করতে থাকবেন। 
তখন Gentek scientist Dr. Anton Koenig and Blackwatch Col. এর মনে হবে আপনি বিপদ জনক।
তাই আপনাকে আগুনে পুরিয়ে মেরে ফেলার চেষ্টা করা হবে।
কিন্তু ভাগ্যক্রমে আপনি বেচে যাবেন। 
আর আপনি মরেছেন কিনা যাচাই করার জন্য দুজনকে পাঠানো হবে।
আর তখন আপনার জ্ঞান ফিরে আসবে আর আপনি সেই প্রহরীকে মেরে নিজের Health বাড়াবেন ওদের রক্ত দিয়ে।
এবার আপনাকে পালাতে হবে। পালাতে গিয়ে দেখা মিলবে সেই আকাশ থেকে পড়া ব্যক্তিটি।
আর সে তখন বুঝাবে যে সে আপনার Enemy নয়। বরং যারা Lab এ Bio Research করছে তারা হলো দেশ ও দশের শত্রু।
Lab এর মধ্যে এমন একটি ভাইরাস তৈরী করা হয়েছে যা মানুষকে Zombie বানিয়ে দেয়।
তবে তাদের দুজনের ভাগ্য ভালো যে তারা সেই Blacklight virus এর সাথে মোকাবেলা করেও সাধারন মানুষের মত চলছে ফিরছে।
তাই তারা সিদ্ধান্ত নেয় তারা Lab এর রিসার্চ যেভাবেই হোক বন্ধ করবে সাথে সবাইকে মেরে ফেলবে।
আর ধরে নিন এখান থেকেই আপনার মিশন শুরু।

গেমস টি আপনাকে zombie buster, tank destroyer, gunship kicker, monster slasher, balanced করার মজা দিতে সক্ষম। আর সাথে এর Control করা অনেক সহজ। চাইলে উড়তে পারবেন, গাড়ি নিক্ষেপ করতে পারবেন। অস্ত্র ব্যবহার করা ছাড়াও সুপার পাওয়ার ব্যবহার করতে পারবেন।

Graphics অনেক ভালো এটা বলছিনা তবে যথেষ্ট ভালো। আর সাথে এর সাউন্ড কোয়ালিটি তো পুরাই অস্থির। আর স্টোরি লাইন অসাধারন। এক কথায় যতক্ষন খেলতে থাকবেন সময়ের হিসাব মিলাতে পারবেন না।




Prototype 2 PC Games Details:

এটা একটি Open World Games যা ২৪ শে এপ্রিল ২০১২ সালে প্রকাশ করা হয়েছিলো।
যা কিনা Prototype সিরিজের  অন্তর্ভূক্ত।
গেমস টির Developer হলো Radical Entertainment. 
প্রকাশনার ছিলো Activision, Activision Blizzard.
বর্তমানে আপনি PlayStation 4, PlayStation 3, Microsoft Windows, Xbox 360, Xbox One Platform থেকে খেলতে পারবেন।






Prototype 2 (PC) System Requirements

অবশ্যই মিলিয়ে নিন আপনার PC তে নিম্নে উল্লেখ করা সকল কিছু রয়েছে কিনা। নয়তো ডাউনলোড করতে পারলেও খেলতে পারবেন না। 
Minimum System Requirements
Operating SystemWindows XP/Vista/7/ 8/10
ProcessorIntel® Core™2 Duo 2.6 GHz or AMD Athlon™ 64 X2 4000+ or better
RAM / Video MemoryVista 2 GB RAM / All NVIDIA® GeForce® 7800 GT 256 MB and better chipsets. All ATI Radeon™ X1800 256 MB and better chipsets
Hard Drive8 GB
Video CardDirectx 9.0c with Compatible Graphic Card

Minimum System Requirements
Operating SystemWindows XP/Vista/7/ 8/10
ProcessorIntel Core 2 Quad 2.7 GHz or better, AMD Phenom II X4 3 GHz or better
RAM / Video Memory4GB Ram / NVIDIA GeForce GTX 460 (1GB) or better, ATI Radeon HD 5850 (1GB) or better
Hard Drive8 GB
Video CardDirectx 9.0c with Compatible Graphic Card

Prototype 2 PC Games Screenshot:
















Prototype 2 Purchase Or Download Link




Purchase Link - 26.95 USD

তবে আপনি যদি ক্রয় করে চালাতে সফল না থাকেন তবে চিন্তার কিছু নাই। আমার Upload করা ফাইলটি Download করে নিন নিচের লিংক থেকে তবে নিজ দায়িত্বে।

Password: DarkMagician.Xyz
Size: 4.35 GB


Prototype 2 Games টি অনেক মজা করে খেলেছি। আশা করছি আপনার ভালো লাগবে।
ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
তাহলে আজকের গেমস Review এখানেই ইতি টানছি।

এখানে থেকে বিদায় নিচ্ছি তবে দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url