টাকা আয় করার Apps 2023 | দৈনিক ১০০ থেকে ১০০০ টাকা

আসসালামু ওয়ালাইকুম। স্বাগতম আপনাকে DarkMagician এর নতুন একটি পোস্টে। আপনি কি টাকা আয় করার Apps সম্পর্কে জানতে চান? যদি চান তাহলে এই পোস্টটি আপনার জন্যই। এই পোস্ট থেকে আমরা টাকা আয় করার Apps সম্পর্কে বিস্তারিত জানব। আসলেই কি কোন অ্যাপ থেকে টাকা আয় করা যায়। আর গেলেও সে অ্যাপ কোনগুলো এবং কিভাবেই বা এসব অ্যাপ থেকে টাকা করা সম্ভব।

তাহলে চলুন আর বেশী কথা না বাড়িয়ে এই সম্পর্কে জেনে নেওয়া যাক। সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমি ইমরান হোসেন থাকব আপনাদের সঙ্গে। ২০১৯ সাল থেকে অনলাইন ইনকাম, ব্লগিং, ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট এর সাথে জড়িত আমি। টাকা আয় করার Apps এর সত্যতা ও আমরা নিজস্ব মতামত পাবেন এই পোস্টে।

টাকা আয় করার Apps

টাকা আয় করার Apps কি?

টাকা আয় করার Apps সম্পর্কে আমাদের আগে জেনে নেওয়ার প্রয়োজন টাকা আয় করার Apps আসলে কি! সহজ ভাষায় বলতে গেলে টাকা আয় করার Apps হলো এমন একটি অ্যাপ যেসব অ্যাপের মধ্যে কিছু টাস্ক সম্পন্ন করে টাকা ইনকাম করা যায়।

বাংলাদেশে টাকা আয় করার Apps অনেক রয়েছে। যেগুলো আপনাকে কিছু টাস্ক দিবে আর সেই টাস্ক সম্পন্ন করার মধ্যমে আপনি কিছু পয়েন্ট পাবেন। আর এই পয়েন্টগুলো ঐ অ্যাপ থেকে টাকায় কনভার্ট করে উইথড্র করে নিতে পারবেন।

টাকা আয় করার Apps কি আসলে কাজ করে?

বেশীর ভাগ ক্ষেত্রে টাকা আয় করার Apps গুলো ভুয়া হয়ে থাকে। তবে কিছু কিছু অ্যাপ রয়েছে যারা সত্যিকারে আপনার কাছ থেকে কাজ করিয়ে নিয়ে পেমেন্ট দিবে। তবে এসব অ্যাপ অনেক কম পরিমাণ টাকা দিয়ে থাকে। অনেকগুলো ভিডিও দেখে, টাস্ক কমপ্লিট করে অনেক কম টাকা পাওয়া যায়।

টাকা আয় করার Apps 2023

এবার তাহলে চলুন টাকা আয় করার Apps গুলোন সম্পর্কে জেনে নেওয়া যাক। অনেকগুলো অ্যাপ রয়েছে এ ধরনের। তবে যে অ্যাপগুলো নিয়মিত পেমেন্ট করে সেই অ্যাপগুলোর নাম আমরা জানব এই পোস্টটি থেকে।

1. Taka Income - টাকা ইনকাম

এই অ্যাপটি গুগল প্লে-স্টোরে রয়েছে। এই অ্যাপের ইউজারদের মতে App টি নিয়মিত পেমেন্ট করে থাকে। বিভিন্ন ধরনে কুইজ, গেম, টাস্ক সম্পন্ন করে এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। কুইজ, গেম, টাস্ক সম্পন্ন করলে আপনি নির্দিষ্ট কিছু পয়েন্ট পাবেন। আর সেই পয়েন্টকে টাকায় রূপান্তর করতে পারবেন। এই অ্যাপটির লিংক - Taka Income App Play Store Link

2. 2Captcha Bot

ক্যাপচার সলভ করে ইনকাম করার জন্য এই অ্যাপের জুড়ি নেই। অনেক জনপ্রিয় অ্যাপ এটি ক্যাপচার সলভ করে টাকা আয় করার জন্য। তবে এই অ্যাপে কাজ করার আগে আপনাকে প্রথমে 2Captcha তে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। গুগলে 2Captcha লিখে সার্চ করলে এই অ্যাপে অ্যাকাউন্ট করার অপশন পাবেন।

অ্যাকাউন্ট তৈরির পর এই অ্যাপে এসে লগিন করে ক্যাপচার পূরণ করে টাকা আয় করার সুযোগ পাবেন। তাহলে আর দেরী কেন? এখনি অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটির লিংক - 2Captcha Bot App Play Store Link

3. ExpertOption - Mobile Trading

ট্রেডিং করে টাকা আয় করার Apps যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য। অ্যাপটিতে অ্যাকাউন্ট তৈরি করে ট্রেড করার মাধ্যমে আপনি সহজেই টাকা আয় করতে পারবেন। যদি ট্রেড করা নিয়ে আপনার কোন জ্ঞান না থাকে তাহলে অযথা এই অ্যাপে ট্রেড করবেন না। ট্রেডিং আপনাকে ডলারে করতে হবে সর্বনিম্ন ১ ডলারে ট্রেডিং করতে পারবেন আপনি। আর আপনার ট্রডিং সফল হলে ১০০০ টাকা বা এরও অধিক আয় করতে পারবেন দৈনিক।

কেননা না ট্রেড টাকা দিয়ে করতে হবে। অভিজ্ঞাতা ও জ্ঞান ছাড়া ট্রেড করলে আপনি ক্ষতির সম্মুখীন হবে। তবে অ্যাপটি কিভাবে কাজ করে এবং ডেমো অ্যাকাউন্ট তৈরি করে কাজ শেখার জন্য আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপটির ডাউনলোড লিংক - ExpertOption App Play Store Link

4. MSL

গেম খেলে টাকা আয় করতে চাইলে আপনি এই অ্যাপটিকে বেছে নিতে পারেন। বর্তমানে তিনটি গেম রয়েছে এই অ্যাপের মধ্যে। এগুলো হলো - লুডু, ফ্রুট ফাইট, নাইফ হিট। এসবের মধ্যে লুডুটি অনেক জনপ্রিয়। এই অ্যপটি নিচের লিংক থেকে ডাউনলোড করে আপনার ডিভাইসে ইন্সটল করলে আপনি ২০ টাকা বোনাস পাবে। আর এই বোনাসের টাকা দিয়ে গেম খেলে আপনি আরো টাকা আয় করতে পারবেন। প্রতিদিন ১০০০ টাকা বা এরও বেশী আয় করা সম্ভব এই MSL অ্যাপটি থেকে।

যদিও এটি জু*য়া টাইপের গেম তাই আমি আপনাকে এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার পরামর্শ কখনোই দিব না। তবে শুধুমাত্র বোনাসের টাকা দিয়ে গেম খেলতে পারে। আর টাকা ডিপোজিট করা থেকে বিরত থাকবে। এই অ্যাপের ডাউনলোড লিংক - MSL App Download Link

5. Microwork

ছোট ছোট টাস্ক সম্পন্ন করে টাকা ইনকাম করার অনেক জনপ্রিয় অ্যাপ এটি। আপনি এই অ্যাপে ক্লায়েন্টের বিভিন্ন টাস্ক সম্পন্ন করে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। তবে আয়ের পরিমাণ অনেক কম। তবে, টাকা আয় করার Apps গুলো মধ্যে এটি সেরা একটি অ্যাপ। দৈনিক ১০০ থেকে ৫০০ টাকা সহজেই এই অ্যাপটি থেকে আয় করতে পারবেন যদি আপনি ভালোমতোন কাজ করেন তাহলে।

অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। সেখান থেকে আপনি অনেক সহজেই এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটির লিংক - Microwork App Play Store Link

পরামর্শ

এসকল অ্যাপ থেকে আপনি কোন প্রকার অভিজ্ঞতা, জ্ঞান, স্কিল ছাড়া টাকা আয় করতে পারবেন। তবে আমি কখনো আপনাকে এসব অ্যাপ থেকে টাকা আয় করার পরামর্শ দিব না। অনলাইনে সঠিক ভাবে টাকা আয় করতে হলে আপনাকে কাজ শিখতে হবে যেমন - ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।

তাই এসব অ্যাপ এর চিন্তা মাথা থেকে দূরে ঠেলে দিয়ে চাহিদা সম্পন্ন কাজ শিখুন। তবে সামান্য কিছু টাকা আয় করার জন্য এসব অ্যাপ ব্যবহার করতেই পারেন। তবে ফোকাস রাখুন সঠিক কাজ শেখার।

শেষ কথা

এই ছিল টাকা আয় করার Apps নিয়ে আমাদের আজকেই এই পোস্ট। আশা করছি এই পোস্টটি থেকে আপনি টাকা আয় করার Apps সম্পর্কে অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। অনেক ভুয়া অ্যাপ চারিদিকে ছডিয়ে ছিটিয়ে রয়েছে। এসব অ্যাপ ব্যবহার করা থেকে দূরে থাকুন। ভালো থাকুন সুস্থ থাকুন এ রকম অনলাইনে আয় সম্পর্কিত পোস্ট পেতে নিয়মিত ভিজিট করুন Darkmagician এ।

Previous Post
No Comment
Add Comment
comment url